শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,২মে:গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে দুই জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শুকদেবপুরের পুঁটিমারী এলাকার গৃহবধূকে পুড়িয়ে মারা ঘটনার স্বামী ও শাশুড়িকে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে কোট এ পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃত ওই স্বামীর নাম উৎপল সরকার(২৬),ও ধৃত শাশুড়ির নাম সন্তোসী সরকার(৪০) বাড়ি গঙ্গারামপুর থানার শুকদেব পুরের পুঁটিমারী এলাকায়।
জানা গিয়েছে,মৃত ওই গৃহবধূর নাম সবীতা সরকার(২০)।মৃতার পরিবারের লোকজনদের অভিযোগ মাঝে মাঝেই অশান্তি করতো শ্বশুরবাড়ির লোকজনেরা ।তাদের আরো অভিযোগ ,শুক্রবার তাদের মেয়েকে আগুনে পুড়িয়ে মেরেছে বলে মৃতার বাপের বাড়ি লোকেদের অভিযোগ।গতকালই এমন ঘটনার খবর পেয়ে , ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ছিল গঙ্গারামপুর থানার পুলিশ।মৃতার বাপের বাড়ির লোকজন স্বামী সহ শ্বশুরবাড়ির মোট ছয় জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার মৃতার স্বামী ও শাশুড়িকে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে কোট এ পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,লিখিত অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করে আজ কোট এ পাঠানো হয়েছে।