নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ মে–––– করোনা নিয়ে রাজ্য জুড়ে তথ্য গোপন সহ রেশনের চাল বিলিতে দুর্নীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লক অফিসের সামনে সামাজিক দূরত্ব মেনে খালি থালা হাতে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেন বিজেপি নেতৃত্বরা । এদিন বালুরঘাট বিডিও অফিসের সামনে সাংসদ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে একগুচ্ছ দাবী দাওয়া তুলে ধরে বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা । সংগঠনের দাবী, করোনা নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার । শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্য রেশনের চাল এক মাস আটকে রাখা হয় । ডাল বিলিতেও ঢিলেমি করছে রাজ্য সরকার । এছাড়াও লকডাউনের করুণ পরিস্থিতিতে আগামী তিন মাসের বিদ্যুৎ বিল ছাড়ের দাবী জানিয়েছেন তাঁরা ।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, লাগাতার তাঁদের আন্দোলন চলছে । এদিন যুব মোর্চার ডাকে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে । আগামীতে মহিলা মোর্চার ডাকে আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাংসদ ।