নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ মে–––– নব্বই’এর দশকে দর্শকদের মন মাতানো কুমার শানুর গাওয়া গান গেয়ে সাধারণ মানুষদের সচেতন করতে মাঠে নামলেন পুলিশ কর্মীরা । করোনা মোকাবিলায় ‘দিল কা কেয়া কসুর’ সিনেমার বিখ্যাত গান ‘মিলনে কি তুম কৌশিস করনা’র সুরে তাল মিলিয়ে পথ চলতি মানুষদের সচেতন করেন পুলিশ কর্মীরা । ডিএসপি ডিএনটি উদয় তামাং নিজে গানের মিউজিকের সাথে সুর মিলিয়ে লকডাউনে সকলকে বাড়িতে থাকার বার্তা দিয়েছেন । একই সাথে পুলিশের আর এক কর্মী কেশব নিজেও ওই গান গেয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন । সকলে যাতে ঘরে থেকে লকডাউন মেনে চলেন তার বার্তা গানের মাধ্যমেই তুলে ধরেন তিনি ।
ডিএসপি ডিএনটি জানিয়েছেন, লকডাউন প্রত্যেকেই মেনে চলতে হবে । মানুষ যাতে অপ্রয়োজনীয় ভাবে বাড়ির বাইরে না বের হন তাঁর বার্তা দিতেই এমন উদ্যোগ ।