শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৬মে,দক্ষিণ দিনাজপুর:বিষধর প্রজাতির মাকড়শা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।ঘটনাটি বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাদিহাট হরিতলা এলাকার।এদিন পরিবারের লোকজন মাকড়শা উদ্ধার করে বন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করে।বিষধর মাকড়শা উদ্ধার কে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাদিহাট হরিতলা এলাকার বাসিন্দা দিলীপ কুমার দাসের বাড়িতে এক বিষধর প্রজাতির মাকড়শা দেখতে পায় পরিবারের সদস্যরা। কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তারা।এরপর একটি পাত্রের মধ্যে খুব সাবধানতা মধ্যে দিয়ে সেই মাকড়শাটিকে আটকে রাখা হয়।পরে বন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করেন তারা।এবিষয়ে পরিবারের সদস্য ফনিন্দ্রনাথ দাস জানিয়েছেন,আমাদের বাড়িতে এমন বিষধর প্রজাতির মাকড়শা দেখতে পেয়ে খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।মাকোশাটিকে বন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করছি।