নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ মে–––– সাংবাদিক সম্মেলন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণীর। মিডিয়া মারফত তিনি ডাক্তারবাবুদের অনুরোধ করেন যে সকল ডাক্তাররা প্রাইভেট চেম্বার বন্ধ করে রেখেছেন তারা নিয়ম অনুসারে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু করে পেশেন্ট যেন দেখেন।পাশাপাশি রেশন ব্যবস্থা নিয়ে বিভিন্ন জায়গা থেকে সমস্যার খবর পাওয়া যাচ্ছে, সে সমস্ত ব্লক প্রশাসনের কাছে অনুরোধ করছেন যাতে কুপনের মাধ্যমে রেশন ঠিকঠাক মানুষের কাছে পৌঁছানো যায়। বিজেপি রেশনিং ব্যবস্থা কে কেন্দ্র করে যে রাজনীতি করার চেষ্টা করছে কোভিড 19 শেষ হয়ে গেলে ঠিকঠাক তারা এর জবাব পেয়ে যাবেন বলে জানান তিনি।
Home বাংলা উত্তর বাংলা সাংবাদিক সম্মেলন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণীর।