দীপঙ্কর দে, ইসলামপুর ৭ মে : বুধবার গভীর রাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত তিন জখম এক। মালদা থেকে মাছ বোঝাই করে পিকআপ ভ্যানটি শিলিগুড়ির উদ্যেশ্যে যাবার পথে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পেছনে সম্ভবত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। মাছের গাড়িতে থাকা চারজন গুরুতর জখম অবস্থায় পিকআপ ভ্যানে আটকে পড়ে। জখমদের উদ্ধারকার্যে নেমে পড়ে স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। একে একে চারজনকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক উত্তম হালদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর বংকো ওরাও ও নাজমুলের মৃত্যু হয়। গুরুতর জখম গজেন কেরকাট্টা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জখম ও মৃতরা প্রত্যেকেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার সামতা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। লড়ি ও পিক আপ ভ্যানটিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বুধবার গভীর রাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ...