গ্রীন জনের মধ্যে আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তার বাস চালানো শুরু করলো ।

0
2967

কোচবিহার: গ্রীন জনের মধ্যে আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তার বাস চালানো শুরু করলো ।রাজ্য কেন্দ্র সরকার আগেই ঘোষণা করেছিল গ্রীন জনের মধ্যে বেশ কিছু জিনিসের উপর ছাদের পাশাপাশি বাস চালানো যাবে ২০ জন যাত্রী নিয়ে। এমত অবস্থায় বেসরকারি বাস মালিকরা কোচবিহারের ক্ষেত্রে কোন রকম বাস চালাচ্ছেন না!কারণ যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা অনুসারে তারা বাস চালালে তাদের খরচটুকু উঠবে না
। তাই এখনও তারা বাস চালানো শুরু করেনি। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস চালানো শুরু করেছে।কোচবিহার জেলার মধ্যে তুফানগঞ্জ মাথাভাঙ্গা দিনহাটা শহর ফালাকাটার রুটে হোক সারেঙ্গা পর্যন্ত বাস চলবে বলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর সূত্রে খবর। পাশাপাশি বাসে যাত্রীদের নিরাপত্তাসহ চালক ও কন্টাক্টর নিরাপত্তাবিষয়ক দেখা হবে পরিবহন সংস্থার পক্ষ থেকে। লকডাউন এরমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস চালালেও বাসে যাত্রী নেই। 1 থেকে দুজন করে যাত্রী হচ্ছে বাসগুলোতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here