রায়গঞ্জ :গ্রীন জোনে থাকা উত্তর দিনাজপুর জেলার জেলাসদর রায়গঞ্জ শহর থেকে ৪ টি রুটে আন্তঃজেলা সরকারি বাস পরিষেবা চালু করল প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি বাসে ২০ জন যাত্রী নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো থেকে বাসগুলি চলাচল করবে। এই ভয়াবহ পরিস্থিতিতে যেসব চালক ও কন্ডাকটর এই পরিষেবা দিচ্ছেন তাদের উৎসাহিত করতে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র পক্ষ থেকে তাদের পিপিই পোষাক পড়িয়ে ফুলের মালা দিয়ে বরণ করে ডিউটিতে পাঠানো হয়।
সফলভাবে লক ডাউন পালন করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকায় এখনও পর্যন্ত একটিও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি উত্তর দিনাজপুর জেলায়। সরকার থেকে উত্তর দিনাজপুর জেলাকে গ্রীন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার জনজীবন কিছুটা স্বাভাবিক করে তুলতে শুক্রবার থেকে আন্তঃজেলা সরকারি বাস পরিষেবা চালু করল জেলা প্রশাসন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো থেকে ইটাহারের বৈদরা, করনদিঘীর ডালখোলা, কালিয়াগঞ্জের ফতেপুর এবং রায়গঞ্জের বিন্দোল রুটে ৪ টি বাস চলাচল শুরু করা হল। বাস চালক, কন্ডাকটর ও পরিবহনকর্মীদের পিপিই পোশাক পড়িয়ে ডিউটিতে পাঠানোর পাশাপাশি বাসগুলিকে স্যানিটাইজিং করে নেওয়া হয়।