কোচবিহার: মদ খেয়ে নিজের সাত মাসের শিশু কে খুন করল বাবা । ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা থানা অন্তর্গত বড় নাচিনা এলাকায় ।
পুলিশ সূত্রে খবর, দিনহাটা বড় নচিনা বাসিন্দা বিকাশ বর্মন কোন কাজ করেন না । মদ খেয়ে মাঝে মধ্যে বাড়িতে অশান্তি করেন ।এদিন সকালে মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করেন । স্ত্রী এর প্রতিবাদ করলে স্ত্রী কে মারধর করেন ।সেই সময় তার ছোট শিশু কাদতে শুরু করলে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয় আর তুলে আছার মারে ।ঘটনা স্থলে মৃত্যু হয় ওই শিশুর ।
ঘটনার জানা জানি হতেই উতেজিত জনতা তাকে গণ ধোলাই দেয় ।খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান তার মৃত্যু হয় । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।