জলের অপর নাম জীবন প্রবাদটি চিরন্তন সত্য। গ্রীষ্মের দাবদাহে যদি বিশুদ্ধ জল না পাওয়া যায় তাহলে মানব সমাজে কি প্রভাব পড়বে তা সকলেরই জানা।

0
741

চাঁচল — জলের অপর নাম জীবন প্রবাদটি চিরন্তন সত্য। গ্রীষ্মের দাবদাহে যদি বিশুদ্ধ জল না পাওয়া যায় তাহলে মানব সমাজে কি প্রভাব পড়বে তা সকলেরই জানা। এই ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের রারিয়াল, ভবানীপুর, বাংরুয়া এবং বনসরিয়া এলাকায়। উল্লেখ্য গ্রামগুলিতে তুলসিহাটা পিএইচপি থেকে জল সরবরাহ হয়ে থাকে।পিএইচপি থেকে জল সরবরাহ না হওয়াই জল পান করতে হচ্ছে নলকূপের আর্সেনিকযুক্ত জল।ব্যবহার করতে হচ্ছে পুকুরের জল। এলাকাবাসীরা জানিয়েছেন দীর্ঘ চার মাস ধরে টেপ কলের বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হচ্ছে তাই তাদেরকে ভরসা করতে হচ্ছে পুকুরের জল ও আর্সেনিকযুক্ত নলকূপের জল। ফলস্বরূপ দেখা দিচ্ছে নানারকম আন্ত্রিক রোগ । এবিষয়ে এলাকাবাসীরা তুলসিহাটা পিএইচ এর আধিকারিকদের লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও কোনো ফল পাননি তাই তাই এলাকাবাসীরা নিরুপায় হয়ে সংবাদমাধ্যমের আশ্রয় নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here