রায়গঞ্জ : এবারে করোনা আক্রান্তের হদিস মিললো উত্তর দিনাজপুর জেলাতে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানান জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ ও হেমতাবাদে তিনজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে করোনা পজিটিভ আক্রান্তদের বাড়ি হেমতাবাদের রনহট্টা ও রায়গঞ্জের শ্যামপুর ও শেরপুর এলাকায়। গত ৫-ই এই তিনজন কলকাতার তপসিয়া এলাকা থেকে রওনা হয়ে ৭-ই মে রায়গঞ্জ ও হেমতাবাদে বাড়ি ফেরে। এরপর তাদের কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে হোম কোয়ারান্টাইন এ পাঠানো হয়। জেলাশাসক বলেন,” এই তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের কর্নজোড়ার মিক্কিমেঘা কোভিড হাসপাতালে পাঠানো হবে। এদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও কোয়ারান্টাইন এ পাঠানো হবে। এবিষয়ে স্বাস্থ দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জেলাশাসক আরো বলেন,” করোনা পজিটিভ ধরা পড়ায় লকডাউন আরো কঠোর করা হবে। কনটেনমেন্ট এলাকা ঘোষনা করা হবে সরকারী গাইড লাইন মেনে।