জলপাইগুড়ি:দীর্ঘদিন থেকেই অভিযোগ আসছিল, রেশনে গ্রাহকদের চাল কম দেওয়া হচ্ছে। আর এই অভিযোগের ভিত্তিতে রেশন দোকান সিল করা হলো সোমবার । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি নন্দনপুর-বোয়ালমারী অঞ্চল অন্তর্গত মণ্ডল ঘাট চৌরঙ্গী এলাকায়। অভিযোগ, এই এলাকার জনৈক রেশন দোকানদার দিলীপ কুমার সোম দীর্ঘদিন থেকেই পরিমাণের চেয়ে অনেক কম চাল দিচ্ছিলেন গ্রাহকদের। ফলে গ্রাহকরা এ বিষয়ে অভিযোগ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সোমবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশনের ডিরেক্টর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সহ। চৌরঙ্গী মোড় এর দিলীপ কুমার সোমের রেশন দোকানটি সিল করে দেওয়া হয়। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন এর আধিকারিক জানান, গ্রাহকদের চাল কম দেওয়া হচ্ছে এই অভিযোগ দীর্ঘদিন থেকেই আসছিল। তাই এদিন তারা বিভিন্ন গ্রাহকের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন এবং তারা জানতে পারেন এরকম একটি বিষয় হচ্ছিল। তাই তারা এদিন অভিযান চালান। তিনি আরও জানান, পুরো বিষয়টি জলপাইগুড়ি জেলাশাসকে তিনি জানাবেন। পাশাপাশি ফুড এন্ড সাপ্লাই কেউ এ বিষয়টি জানানো হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা তারাই করবেন। আপাতত দোকানটি সিল করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত রেশন দোকানের মালিক দিলীপ কুমার সোম জানান, দু একটি কার্ডে চালের পরিমাণ একটু কম হয়েছিল। সেটা তার ভুলের কারণেই হয়েছিল এবং সেটি তিনি সুধরে নিয়েছিলেন। তিনি জানান, এরপরেও যদি আধিকারিকরা দোকান সিল করে দেন বা লাইসেন্স বাতিল করেন তাহলে তার কিছু এ বিষয়ে বলার নেই। তারা তা করতেই পারেন বলে জানান তিনি।