ডাকাতদলের ছোড়া গুলিতে জখম হলেন চা ফ্যাক্টরীর ম্যানেজারের ছেলে|ইসলামপুর

0
690

দীপঙ্কর দে, ইসলামপুর ১২ মে : ডাকাতদলের ছোড়া গুলিতে জখম হলেন চা ফ্যাক্টরীর ম্যানেজারের ছেলে।লুঠ সোনার গহনা,মোবাইল ফোন এবং এটি এম কার্ড সহ মূল্যবান জিনিসপত্র। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গুলিবিদ্ধ ওই ম্যানেজারের ছেলের নাম আসমিত খাতি। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বীজ বাড়ি এলাকায়। গুলিবিদ্ধ আসমিতকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে ইসলামপুর থানার মাটিকুন্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজ বাড়ি এলাকার টি এন চৌধুরী চা ফ্যাক্টরিতে আচমকাই চারজনে দূস্কৃতী দল ফ্যাক্টরিতে ঢুকে পরে। নিরাপত্তা রক্ষীকে হাত-পা বেঁধে রাখে ম্যানেজারের ঘরে ঢুকে গয়না, মোবাইল ,এটিএম কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যায় তারা। আসমিতের ঠাকুমা দুষ্কৃতীদের বাঁধা দেওয়ায় তাকে হেনস্থা করছে দেখে আসমিত ছুটে আসে। দূস্কৃতীরা তখন আসমিত লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। এরপর ওই দূস্কৃতীরা ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আসমিত কে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে পাঠানো হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দূস্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ। ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষী বিপ্লব ঘোষ জানিয়েছেন, মোট চারজন এসেছিল ভেতরে। দুষ্কৃতীরা ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে দেয়। এরপর ডাকাত দল অফিস বিল্ডিং এর সমস্ত কিছু তছনছ করে এবং ম্যানেজারের কাছে যায়। পরপর দুটো গুলি চালায় তারা। সেখান থেকে চাবি নিয়ে গেট খুলে তারপর তারা বেরিয়ে যায়। অপর আসমিত খাতির ঠাকুরমা মধুমায়া খাতি জানান, আচমকা ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। তার গলার সোনার হার ছিনতাই করে নিয়ে যায়। তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, চা ফ্যাক্টরীর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশের কাছে বেশ কিছু তথ্য হাতে এসে পৌছেছে।খুব শীঘ্রই দুস্কৃতিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here