রায়গঞ্জ ,12.05.2020 : রাতের অন্ধকারে বাঘের আতঙ্ক রায়গঞ্জের শ্যামপুরে। কন্টেইনমেন্ট জোনে বাঘের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। অজানা পশুকে খুঁজতে মশাল নিয়ে ভূট্টা খেতে হানা স্থানীয় বাসিন্দাদের।
করোনা আতঙ্কের মাঝেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কন্টেইনমেন্ট জোন শ্যামপুরে বাঘের আতঙ্ক। এলাকাবাসীর দাবি, এদিন রাত ৮ টা নাগাদ রাস্তার উপর দিয়ে বাঘকে হেঁটে যেতে দেখেছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কান্ড পুরো এলাকায়। বাঘটি ভুট্টা খেতে ঢুকে গিয়েছে বলে দাবি করে বাঘ খুঁজতে মশাল জ্বালিয়ে ভুট্টা ক্ষেতে ঢুকলে সেখানে একটি পায়ের ছাপও নজরে এসেছে। তবে তা কোনও অজানা পশু না বাঘ তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। আবার গ্রামের বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন বাঘটি নদীর পাড়ের জঙ্গলে চলে যেতে দেখেছেন তাঁরা।