কোচবিহার: কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শুভজিৎ কুন্ডু উদ্যোগে গত ৩ তারিখ থেকে সাধারন মানুষের জন্য জনতা কিচেন আয়োজন করা হয়েছে । আজ দশ দিনে পা দিলো তার এই গানটা কিচেন । তারিক আজকে উৎসাহিত করতে মঙ্গলবার সেখানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন । লকডাউন এর প্রথমদিন থেকেই কাউন্সিলর শুভজিৎ কুন্ডুর উদ্যোগে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে । শিশুদের জন্য দুধের ব্যবস্থার পাশাপাশি খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে তার উদ্যোগে । এরপর গত তিন তারিখ থেকে তার বাড়ির সামনে জনতা কিচেনের আয়োজন করেছেন তিনি । তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন । কাউন্সিলর শুভজিৎ কুন্ডু জানান তিনি যতদিন পারবেন এই জনতা কিচেন চালিয়ে যাবে ।