আলিপুরদুয়ার স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মঘাতী এক বীমা এজেন্ট ,শোকের ছায়া এলাকাজুড়ে
আলিপুরদুয়ার ১২ মে …নিজের স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মঘাতী এক বীমা এজেন্ট।মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার শহরের ৩ নম্বর ওয়াডের নিউ মাকেট এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে । ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ গিয়ে ৩টি মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানাই মৃতদের নাম বিশ্বজিৎ বোস -৪৫, শেলী বোস ৩৮ ,তাদের কিশোর ছেলে বিরাট বোস (১৩)বাড়ি শহরের ৩ নম্বর ওয়াডের নিউ মাকেট ঘটনায় .রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে.পুলিশ জানিয়েছে কি কারণে এক সঙ্গে একই পরিবারের এমন ঘটনা ঘটালো সেবিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।