শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 15 ই মে দক্ষিণ দিনাজপুর: একটি গোডাউনে চুরির ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুরে।শুক্রবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্তকে তার স্থানীয় থানার মাহর কিসমত এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে শুক্রবার পুলিশ হেফাজতে চেয়ে মহাকুমা আদালতে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকায় বেল্লাল হোসেনের একটি ধান, চাল, গম রাখার জন্য একটি গোডাউন রয়েছে। গোডাউন মালিক বেল্লাল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ জানায় যে,তার গোডাউনের মধ্যে ঢুকে চোর দুষ্কৃতিকারী সেখানে থাকা নগদ কয়েক হাজার টাকাসহ বস্তা বস্তা ধান, চাল, গম চুরি করে নিয়ে যায়। ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পরে থানার আইসি পূর্নেন্দু কুমার কুন্ডু নির্দেশ পেতেই ঘটনার তদন্তকারী অফিসার গঙ্গারামপুর থানার টাউন বাবু গৌরব হাজরা গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুর কিসমত এলাকার অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শুক্রবার অভিযুক্তের বিরুদ্ধে চুরির নির্দিষ্ট ধারা দিয়ে পুলিশ গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে মামলার তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে চেয়ে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ-হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।