শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, 15 ই মে, দক্ষিণ দিনাজপুর: করোনা আতঙ্কের মধ্যে প্রয়োজনে থানা তে আসা এলাকাবাসীদের জন্য পুলিশ থার্মাল ক্লিনিং মেশিন এর মাধ্যমে শরীরের তাপমাত্রা মেপে তাদের থানার ভিতরে যেতে বলেছেন। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানাতে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস,থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু সহ থানার অফিসার এরা নিজে হাতে সেই মেশিন দিয়ে থানাতে আসা বাসিন্দাদের তাপমাত্রা মেপে দেখেন।পুলিশ আধিকারিক জানালেন করনা আতঙ্কের মধ্যে মানুষজনকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।মেশিনে নির্দিষ্ট তাপমাত্রা থাকা মানুষদের থানার ভিতরে ঢুকতে দেওয়া হবে। করণা আতঙ্কের মধ্যে দেশজুড়েই চলেছে লকডাউন।দক্ষিণ দিনাজপুর জেলা বর্তমান সময়ে গ্রীন জন্য রয়েছে।লোকজনের মধ্যে পুলিশ প্রশাসন বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন বিভিন্নভাবে।শুক্রবার গঙ্গারামপুর থানা তে প্রয়োজনে কাজে আসা বাসিন্দাদের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস থানা রায়পুর নন্দকুমারপুর সহ বাকি অফিসারের মিলে বাসিন্দাদের শরীরের বর্তমান সময়ে তাপমাত্রা কেমন রয়েছে তা জানতে থার্মাল ক্লিনিং মেশিন এর মাধ্যমে পরীক্ষা করে তাদের থানার ভেতরে যেতে বলছেন। এর জন্যে সারাদিন ধরে পুলিশ অফিসাররা একজন শিবিরকে নিয়মিতভাবে সেই সেই কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছেন বলে খবর।
এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানিয়েছেন, করুণা আতঙ্কের মধ্যে মানুষজনকে সচেতন করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মেশিনে নির্দিষ্ট তাপমাত্রা থাকা মানুষজনদের থানার ভেতরে যেতে বলা হচ্ছে। এর ফলে অনেক অর্থেই অনেকে উপকৃত হবেন। পুলিশের এমন কাজ কে সাধুবাদ জানিয়েছেন সকলে।
Home বাংলা উত্তর বাংলা পুলিশ থার্মাল ক্লিনিং মেশিন এর মাধ্যমে শরীরের তাপমাত্রা মেপে তাদের থানাতে আসতে...