শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 15 ই মে দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশে পাচারের আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই পাচারকারী যুবককে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বন্দর এলাকায় একটি অটোর মধ্যে থেকে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে গুলি উদ্ধার করে থানার টাউন বাবু এসআই গৌরব হাস দা। শুক্রবার অভিযুক্ত দুজনের বিরুদ্ধে। এনডিপিএস ধারা দিয়ে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশের তরফে। পুলিশ জানায় ধৃত দুই অভিযুক্ত যুবকের নাম স্বপন সরকার ও সঞ্জয় রায়, তাদের বাড়ি গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া কড়িয়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ধৃত দুই জন গোপনে একটি ব্যাগে করে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বন্দর এলাকা দিয়ে একটি অটোতে করে তা পাচার করার চেষ্টা করছিল, সেই সময় গঙ্গারামপুর থানার টাউন বাবু গৌরব হাসদার কাছে সেই খবরটি আসে। গৌরব বাবু বিষয়টি থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুকে জানান। তার নির্দেশ প্রদেশ গঙ্গারামপুর থানার টাউন বাবু গৌরব হাসদা সেখানে দ্রুত ছুটে গিয়ে তল্লাশি করে দু’জনের কাছ থেকে থাকা একটি ব্যাগ এর মধ্যে 100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসআই গৌরব হাসদার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির এনডিপিএস ধারায় অভিযুক্ত দুই জনের নামে মামলা দায়ের করে। শুক্রবার অভিযুক্ত দুজন কে পুলিশ রিমান্ড চেয়ে মহকুমা আদালতে পাঠায় পুলিশ। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই অভিযুক্তকে 100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এমন অভিযান চলতে থাকবে।