কোচবিহার: ধর্ষণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা নুর আলম হোসেন কে দল থেকে সাসপেন্ড করা হলো । এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন ও কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায় সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন ।জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন জানায় তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল । তবে তার কোন সঠিক উত্তর আমাদের মেলেনি । তাই তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ।
কোচবিহার জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ তথা তৃণমূল কংগ্রেসের সিতাই বিধানসভা কেন্দ্রের কনভেনার নুর আলম হোসেন বিরুদ্ধে দিনহাটা এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে । তার বিরুদ্ধে ওই শিক্ষিকা দিনহাটা থানায় একটি মামলাও দায়ের করেছে । তবে এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার না করলেও তৃণমূল কংগ্রেস রাজ্যে নেতৃত্বে নির্দেশেই তাকে দল থেকে সাসপেন্ড করা হলো । তবে নুর আলম হোসেন কে এখনো পুলিশ গ্রেপ্তার না করা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।