দক্ষিণ দিনাজপুর,১৯মে: বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করলেন সহৃদয় কিছু মানুষজন।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের রশিদপুর গ্রামীণ হাসপাতালে শহীদের কিছু মানুষ জন মিলে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে পাত পেড়ে খাওয়ানো হল। মানবিকতার দিক থেকে এমনটা করা হয়েছে বলে সহৃদয় মানুষ জনেরা জানিয়েছে। এ বিষয়ে বিভাস সরকার জানান
এলাকার বন্ধু-বান্ধবেরা পেটের দায়ে বাইরে কাজ করতে গিয়েছিলেন। এই লকডাউন এরমধ্যে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গায় আটকে ছিল। রাজ্য সরকার কেন্দ্র সরকার চাইছে বাড়ির লোক বাড়িতে ফিরে যাক। কিন্তু বাইরে আটকে থাকে লোকজনেরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে খেয়ে না খেয়ে বাড়ি এসে পৌঁছাচ্ছে। তাই সমস্ত মানুষজনদের জন্য আমরা কয়েকজন মিলে তাদের মুখে এক মুঠো ভাত তুলে দেয়ার ব্যবস্থা করেছে। আমরা গত দুদিন আগে থেকে এই কর্মসূচি করে আসছি এবং আজকেও করছি। আগামীতেও করব বলে ভেবেছি ।এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে সকলেই।