শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৮মে দক্ষিণ দিনাজপুর: একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ উৎসবকে সামনে রেখে পৌরসভা এলাকার বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন দের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে টাউন তৃণমূল কংগ্রেস কমিটির নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হাতে নতুন বস্ত্রসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে দিলেন। শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ধলদিঘি প্রাথমিক বিদ্যালয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে বিধায়ক,পুরসভার প্রশাসন,টাউন তৃণমূল নেতা,সমাজসেবী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।লকডাউনের এমন সময়ে এমন সহযোগিতা পেয়ে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।
করোনা আতঙ্কের মধ্যে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউনের পালা। যা এই জেলাতেও চলছে।সামনে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের ঈদ উৎসব। সেই ঈদ উৎসবকে সামনে রেখে শনিবার বিকেলে গঙ্গারামপুর পৌরসভা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা এমন দিনে দুঃস্থ সংখ্যালঘু মানুষজনদের সহযোগিতা করতে এগিয়ে আসে। তাদের এই উদ্যোগকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সংখ্যালঘু মানুষজনদের পাশে দাঁড়িয়েছেন টাউন তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও। সেখানে প্রায় 200 জনের মত সংখ্যালঘু মানুষজনদের মধ্যে নতুন বস্ত্র, সেমাই, দুধ, কাজু, কিসমিস সহ বিভিন্ন জিনিস পত্র বিলি করা হয়। গঙ্গারামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ধালদিঘি প্রাথমিক বিদ্যালয়ে এদিনের অনুষ্ঠানে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন, সমাজসেবী আনোয়ার হোসেন, নেশার উদ্দিন আহমেদ, স্বপন দত্ত সহ বিশিষ্টজনেরা সংখ্যালঘু দুস্থ মানুষজনদের হাতে জিনিসপত্র তুলে দেন। গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস ও গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমলেন্দু সরকার জানিয়েছেন, লকডাউন এর এমন সময়ে সমস্যার মধ্যে পড়েছেন সংখ্যালঘু মানুষজনেরা, তাই তাদের পাশে দাঁড়িয়ে এমন সহযোগিতা করা হলো, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।
গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন, জানিয়েছেন, সংখ্যালঘু মানুষজনদের এমন সহযোগিতা করার জন্য আমরাও দলের তরফে এগিয়ে এসেছি। উৎসব যেন সকলেই আনন্দের সঙ্গে পালন করতে পারে সে কারণে।
সমাজসেবী নেসারুদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেনরা জানিয়েছেন, লকডাউনের কারণে প্রায় সকলেই কম বেশি সমস্যার মধ্যে পড়েছেন। আমরা তাই উদ্যোগ নিয়েছিলাম এমন সময়ে সংখ্যালঘু মানুষজনদের হাতে সেমাই, দুধ, কাজু, কিসমিস, সেইসঙ্গে টাউন তৃণমূল কংগ্রেস কমিটির তরফ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। কিছুটা হলেও তাদের উপকারে লাগবে।
এমন সময়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই