রায়গঞ্জ,২৪ মে :পরিযায়ী শ্রমিক ও সাধারন মানুষ থেকে দিনমজুর দুস্থ পরিবারের জন্য বিনামূল্যে সব্জি বাজার চালু করল রায়গঞ্জ ডিওয়াইএফআই ও এস এফ আই কমিটি। রবিবার রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে বিনামূল্যে এই সব্জি বাজার থেকে বহু গরীব দুস্থ খেটে খাওয়া মানুষ তাদের বাড়ির জন্য সব্জি পেলেন। রায়গঞ্জ শহরের বাম ছাত্রযুবর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাদিন্দারা। এদিন কয়েকশো মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয় ডি ওয়াই এফ আই ও এস এফ আই কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক কার্তিক দাস, এস এফ আইয়ের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গৌরব সাহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লক ডাউন। আর এই লক ডাউনে চরম সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। লক ডাউনে পড়া সাধারন মানুষের পাশে সর্বদা সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে সিপিএম এর যুব ও ছাত্র সংগঠনের কর্মীরা। বিনা মূল্যে সব্জি বাজার থেকে শুরু করে দুস্থ দিনমজুর খেটে খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন বামপন্থী সংগঠন। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে দুস্থদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কমিউনিটি কিচেন চালু করার পাশাপাশি রবিবার রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে বিনামূল্যে সব্জি বাজারের মাধ্যমে কয়েকশো মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ডি ওয়াই এফ আই এবং এস এফ আই কর্মীরা।