ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পুরসভায় 15 জন তৃণমূল কাউন্সিলর। 15 জন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অনুগামী। চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব
তাদের অভিযোগ এই প্রশাসক অপদার্থ। কোন কাজ পুরসভা করছে না।চিকুর কমিটি তৈরি হওয়ার কথা তাও তৈরি হয়নি। আর সেই কারণেই তারা ধরনায় বসেছে।
চেয়ারম্যান তথা ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ বলেন দলকে মেলাইন করতেই এ রায় ধরনের কাজ করছে।
কার্যত কৃষ্ণেন্দু বস্তির পাশে দাঁড়ালেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। তিনি বললে ন এত দিন আমরা যা বলছিলাম এখন তৃণমূলের কাউন্সিলররা বলছে। অনেকেই আমাদের সাথে যোগাযোগ রাখছে শুধু সময়ের অপেক্ষা বিজেপি পৌরসভা দখল করবে।
Home বাংলা উত্তর বাংলা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পুরসভায় 15 জন...