পৃথক তিনটি জায়গায় গলাই ফাঁস লাগিয়ে মৃত্যু হলো তিন জনের ।

0
6529

দক্ষিণ দিনাজপুর ,২ জুলাই : পৃথক তিনটি জায়গায় গলাই ফাঁস লাগিয়ে মৃত্যু হলো তিন জনের ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাদিরঘাট , পশ্চিম হালদার পাড়া ও কুশুমণ্ডিতে। মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে গলায় দড়ি লাগিয়ে মৃত্যু হওয়া যুবকের নাম তপন সেন (২২) বাড়ি গঙ্গারামপুর থানার 1 নম্বর ওয়ার্ডের কাদিরঘাট মধ্যপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তপন গতকাল রাত্রে খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে, তপন সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজ নেরা দরজায় শব্দ করে তাকে ডাকলেও ভিতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঢুকতেই পরিবারের লোকজনেরা দেখেন তপনের গলায় দড়ি লাগিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। এরপর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলেই।
অন্যদিকে বুধবারে গঙ্গারামপুর থানার রাজিবপুর পশ্চিমপাড়া এলাকায় সংগীতা দাস নামে বছর ১৬ এক যুবতী প্রেমঘটিত বিষয় গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হন বলে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে। বুধবার পরিবারের লোকেরা বিষয়টি নজরে আসে থানায় খবর দিয়ে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে আত্মঘাতী হয়ে মৃত্যু হয়েছে কুশমন্ডি থানা এলাকার উল্পী রায় নামে বছর ৩৫শের মহিলা।
বৃহস্পতিবার পৃথক তিনটি জায়গা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here