বুধবার সন্ধ্যা নাগাদ রতুয়া-১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর এলাকায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন।

0
669

চাঁচল ০২, জুলাই : বুধবার সন্ধ্যা নাগাদ রতুয়া-১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর এলাকায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। এদিন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রতুয়া তৃণমূল নেতা শেখ ইয়াসিন। এই যোগদান কর্মসূচির পর এলাকার বেহাল রাস্তাঘাটের সমস্যা নিয়ে সেখানকার মানুষজনের সাথে কথা বলেন। বেহাল রাস্তা খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের মাধ্যমে টেন্ডার করে রিপেয়ার করে দেওয়া হবে এমনটাই জানান তৃণমূল নেতা শেখ ইয়াসিন।

পাশাপাশি বৃহস্পতিবার বাহারাল অঞ্চলের কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাফিজুল খান নিজের সাথে প্রায় শতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে তৃণমূলে শিবিরে যোগদান করেন। দোলে আগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা শেখ ইয়াসিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here