1 কেজি ব্রাউন সুগার ও 6 লক্ষ আশি হাজার টাকা সহ গ্রেফতার 6। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায় শ্রীরামপুর গ্রামে মতিউর রহমানের বাড়িতে। তার বাড়ি থেকেই উদ্ধার হয় 1 কেজি ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এবং নগদ ছয় লক্ষ আশি হাজার টাকা। মতিউর রহমানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় 6 জনকে। এদের মধ্যে চারজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। এবং দুজন গাজলের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এরা প্রত্যেকেই ব্রাউন সুগার পাচার চক্রের সাথে জড়িত।