জলপাইগুড়ি: —এক মহিলার মৃত্যুতে উত্তেজনা জলপাইগুড়িতে। মহিলার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহিলার শিলিগুড়ির বাবের বাড়ির সদস্যদের। খবরের প্রকাশ, দক্ষিণ দিনাজপুরের বাসীন্দা সম্পদ মন্ডল নামে এক স্কুল শিক্ষক কর্মসূত্রে হলদিবাড়ী থাকেন। তার স্ত্রী রুম্পা মন্ডল দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বৃহস্পতিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার মৃত্যু হয়। এনিয়ে হাসপাতাল চত্বরে দুই পরিবারের মধ্যে বচসা হয় বলে খবর। মৃত মহিলার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, রুম্পাকে প্রয়োজনীয় চিকিৎসা তাঁর স্বামী সম্পদ মন্ডল করান নি। দীর্ঘ দিন ধরে পরিবারে অশান্তি ছিল বলে অভিযোগ। বিণা কারণে রুম্পাকে সন্দেহ করা হতো বলেও অভিযোগ তার পরিজনদের। বৃহস্পতিবারই কাউকে না জানিয়ে রুম্পার দেহ হাসপাতাল থেকে জলপাইগুড়ি মর্গেও নিয়ে আসে এবং সেখান থেকে সে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ। শুক্রবার রুম্পার দিদি মুনমুন সরকার জানান, তাঁর বোনের মৃত্যুর জন্য সম্পদই দায়ী। দিনের পর দিন তাকে মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে বলে তিনি জানান। এনিয়ে হলদীবাড়ি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান মুনমুন দেবী। এ বিষয়ে অভিযুক্ত সম্পদ মন্ডলের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন সুইস্চ্ড অফ থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।