রায়গঞ্জ:—-একটানা প্রবল বৃষ্টি আর নদীর জলে প্লাবিত হয়ে গেল রায়গঞ্জ পুরসভার ৮ নম্বর পুরসভার শক্তিনগর এলাকা। এলাকার বাসিন্দাদের বাড়ি ঘরে জল ঢুকে পরায় এলাকা ছেড়ে চলে যাচ্ছেন বাসিন্দারা। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে মোহনবাটি হাইস্কুলে আশ্রয় শিবির খোলা হয়েছে। গৃহস্থালির সামগ্রী ও সন্তান সন্ততিদের নিয়ে বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবির নইলে অন্যত্র যাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা।
একদিকে কুলিক নদীর জল যেমন বাড়ছে অপরদিকে নদীবাঁধের স্লুইস গেট মেরামত না হওয়ায় ভাঙা স্লুইস গেট দিয়ে নদীর জল রায়গঞ্জ শহরের পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর, পশ্চিম মিলনপাড়া এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের বাড়িঘরে জল ঢুকে পড়ায় বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। কুলিক নদীর জলে বন্যার আকার ধারন করেছে। এলাকার বাসিন্দাদের বাড়িঘর ডুবে যাওয়ার কারনে পরিবার পরিজন নিয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে ছুটে চলেছেন। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে নেতাজীপল্লীতে মোহনবাটি হাইস্কুলে আশ্রয় নিয়েছেন বহু দুর্গত মানুষ। অনেকে আবার আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন। কুলিক নদীর জলে রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকা ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। আশঙ্কা যেভাবে একটানা প্রবল বৃষ্টি হচ্ছে আর যেভাবে কুলিক নদীর জল বেড়ে চলেছে তাতে নদীবাঁধের স্লুইস গেট ভেঙে গোটা রায়গঞ্জ শহর বন্যার কবলে পড়তে পারে।