কোচবিহার: সেতু ভেঙে বিপত্তি বহু গ্রামের মানুষের ।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারী গ্রাম পঞ্চায়েত এলাকায় । চান্দামারী গ্রামের ধরলা নদীর উপর তৈরি কলা ভাঙ্গা সেতু ভেঙে পড়ে যায় এদিন সকালে । গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এ সেতুটি বেহাল অবস্থায় ছিল । এদিন সকাল বেলা পাথর বোঝাই একটি লরি পার হবার সময় সেতুটি ভেঙে পড়ে যায় । লরি টি জলের মধ্যে পরলেও কেও আহর হয়নি । ঘটনার পর এলাকায় ছুটে যান এলাকার বিধায়ক মিহির গোস্বামী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব । দূরত্ব সেতুটি তেরি করার আশ্বাস দেন ।
জানা গিয়েছে, দীর্ঘ প্রায় ২০ বছর আগে বাম আমলে এই সেতুটি তেরি হয়েছিল ।এরপর এই সেতুটির কোন রকম সংস্কার করা হয়নি । দীর্ঘ দিন থেকে সেতুটি বেহাল অবস্থা ছিল । সেতুর উপর দিয়ে গ্রামবাসীরা ভারী যান বাহন চলাচল না করে পাশাপাশি সেতু সংস্কারে দাবি জানিয়ে ছিলেন। এরপর বর্তমান সরকার আমলে নজর ডেওয় হয়নি । শুক্রবার সকালে একটি পাথর বোঝাই লরি যাওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে যায় । এই সেতুর উপর চান্দামারী,পুঁটিমারী ফুলেশ্বরী থেকে শুরু করে প্রায় ১০থেকে ১২টি গ্রামের মানুষ নির্ভর । বর্তমানে তারা সমস্যা পড়েছে । বিধায়ক গোস্বামী এবং স্থানীয় তৃণমূল নেতা খোকন মিয়া জানান, বর্তমানে যাতে গ্রামের মানুষ যাতায়াত করতে পারে অযথা একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হবে । পাশাপাশি দ্রুত এই সেতুর সংস্কার করে নতুন করে সেতু নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন।