রায়গঞ্জ: —কুলিক নদীর জলে বন্যায় দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস। ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিন বীরনগর এলাকার বহু মানুষের বাড়িতে বৃষ্টি ও নদীর জলে প্লাবিত হয়ে যাওয়ায় গৃহহীন হয়ে যাওয়া মানুষদের ত্রান শিবিরে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের খাবারের সংস্থানও করল রায়গঞ্জ পুরসভার তৃনমূল কংগ্রেস কাউন্সিলর। নিজেদের ঘরবাড়ি ছেড়ে ত্রান শিবিরে আশ্রয় নেওয়া দুর্গত মানুষেরা খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুশী।
কদিন ধরে একটানা প্রবল বর্ষণে বেড়ে যাওয়া কুলিক নদীর জলে প্লাবিত হয়েছে রায়গঞ্জ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিন বীরনগর এলাকায় বহু বাড়িতে জল প্রবেশ করে। পুরসভার পক্ষ থেকে পুর এলাকার বেশ কয়েকটি স্কুলে ত্রান শিবির খুলে দেওয়ার পাশাপাশি দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস। চাল, ডাল, তেল, নুন, আলু ও সোয়াবিন এবং হাত ধোওয়ার জন্য একটি করে সাবান তুলে দেওয়া বন্যা কবলিত দুর্গত মানুষদের হাতে।