গঙ্গারামপুর থানার পুলিশ দেশি পিস্তল, চোরাই বাইক, এক রাউন্ড তাজা গুলিসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো ।

0
1527


গঙ্গারামপুর ,৪জুলাই ,দক্ষিণ দিনাজপুর:– চোরাই মোটর বাইক ,পিস্তল এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ ।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদিঘির কিষান মান্ডি এলাকায় ।মালদা জেলার মানিকচক থানার নুরপুর এলাকার যুবক বিদেশী পিস্তল বিক্রি করতে এসেছিল। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ তাদের ধরার পরে শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে গঙ্গারামপুর থানার পুলিশ সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ।ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
গঙ্গারামপুর থানার পুলিশ সূত্রে খবর,গোপন সূত্রে খবর পেয়ে দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম মোঃ আশিক ,তার বাড়ি মালদা জেলার মানিকচক থানা নুরপুরে।ও গঙ্গারামপুর থানার নেহেম্বা এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ।তাদের দুজনের কাছ থেকেই একটি নাম্বার বিহীন চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি ।গঙ্গারামপুর থানা পুলিশ সূত্রে খবর ,শুক্রবার রাতে থানার আইসি গোপন সূত্রে খবর পাবার পরেই থানা বড়বাবু সমীর মন্ডল ,টাউনবাবু গৌরব হাসদা ۔সহ বাকি থানার পুলিশকর্মীরা গঙ্গারামপুর থানার কালদিঘির কিষান মান্ডি এলাকাতে মালদা জেলার মানিকচক থানার নুরপুর থেকে দেশি পিস্তল ও গুলি বিক্রি করতে আসা যুবক মোঃ আশিক দাঁড়িয়ে রয়েছে তা বিক্রি করার জন্য ।সেখানেও চুরাই বাইক নিয়ে হাজির হয়েছিল ওই যুবক বলে পুলিশ সূত্রে খবর ।পিস্তলটি 4000 টাকা দামে গঙ্গারামপুর থানা এলাকার যুবক জয়নাল আবেদীন কিনতে সেখানে গিয়েছিল বলে পুলিশের দাবি ।এর পরেই ওই দুজনকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে দেশে পিস্তল এক রাউন্ড গুলি পাওয়া যায় ।সঙ্গে চোরাই মোটর বাইক টি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে ।গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন ,গোপন সূত্রে খবর পেতেই পুলিশকর্মীরা গিয়ে তাদের ধরার পরেই পিস্তল গুলি ও চোরাই বাইক উদ্ধার করা হয় ।ঘটনায় আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।সাত দিনের পুলিশ হেফাজতে অভিযুক্তদের মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।পুলিশের এমন পিস্তল গুলি চোরাই বাইক উদ্ধারের ঘটনায় গঙ্গারামপুর থানা পুলিশের কাজ কে সাধুবাদ জানিয়েছেন শহরবাসীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here