চাঁচল :– একদিনের হালকা মাঝারি বৃষ্টিপাতের ফলে চাঁচল হাটের নিকাশি নালার অবস্থা বেহাল। বেহাল নিকাশী ব্যবস্থা থাকার ফলে বৃষ্টিপাতের জেরে হাটু জলে দাঁড়িয়ে ব্যবসা করছেন চাঁচল হাটের ব্যবসায়ীরা।
জানা গিয়েছে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির তত্ত্বাবধানে রয়েছে চাঁচল সাপ্তাহিক হাট।এই হাটের ভিতরে রয়েছে শতাধিক দোকান। বর্ষার শুরুতে বেহাল নিকাশি ব্যবস্থা থাকার কারণে হাঁটু সমান জল জমে রয়েছে মার্কেট চত্বরে। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জমা জল দোকানের ভেতরে প্রবেশ করছে, যার ফলে ব্যবসায়ীরা হাঁটুসমান জলে দাঁড়িয়ে ব্যবসা করছে। মার্কেট চত্বরে নিকাশি নালা থাকলেও তা মুখ থুবড়ে পড়ার মতো যার কারণে সমস্যায় পড়েছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা। নিকাশি নালা পরিষ্কারের বিষয়টি নিয়ে কতৃপক্ষকে বারবার জানালেও কোন কর্ণপাত করে না। আজ শেষমেশ সংবাদমাধ্যমের কর্মীরা সেই খবর সংগ্রহ করতে গেলে খবর সংগ্রহের পর নড়েচড়ে বসে কতৃপক্ষ। শেষমেষ জিসিবি দিয়ে নিকাশি নালা পরিষ্কার করা হয়। চাচল হাটের রেগুলেটেড মার্কেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আব্দুল বারেক জানান,জেসিবি দিয়ে নিজের কাছে নানা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। অতিবৃষ্টির ফলে জল জমে রয়েছে রাস্তায় খুব তাড়াতাড়ি নিকাশি নালা পরিষ্কার করা হবে।