জলপাইগুড়ি: দিনে দুপুরে চুরি জলপাইগুড়ি বউবাজার এলাকায়। চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার দুপুর দেড়টা নাগাদ জলপাইগুড়ি বৌবাজার এলাকার সুকুমার দাসের বাড়ি থেকে 58 হাজার টাকা চুরি করে চম্পট দেয় এক চোর । জনবহুল এলাকায় এভাবে দিনের বেলায় চুরিতে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। জানা যায়, সুকুমার দাস ও তার স্ত্রী ডলি দাস মিলে একটি দোকান করেন বউবাজারের মূল রাস্তার পাশে। দোকানের পেছনে তাদের বাড়িতে একজন শোকেস এর মধ্যে থেকে 58 হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ডলি দাস। তিনি ভাবতে পারছেন না কি করে দিনেদুপুরে এভাবে শোকেস থেকে চোর টাকা নিয়ে পালিয়ে যেতে পারে। ঘটনার সময় বাড়ির সদস্যরা দোকানে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে চোর এমন কাজ করেছে বলে অনেকের অনুমান। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সৈকত চ্যাটার্জী জানান, দিনের বেলায় এভাবে চুরি, খুবই অবাক করে দেওয়ার মতো ঘটনা। পুলিশকে তিনি খবর দিয়েছেন। খুব দ্রুত চোর-ধরার- জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত চলছে।