মালদা:- রাতের অন্ধকারে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল মালদার গাজোলে। ঘটনায় গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। মালদা
জেলার হরিশচন্দ্রপুর তুলসিহাটা এলাকার বাসিন্দা নিরঞ্জন মোদক একটি লরিতে করে গাজোল এর ছিটকা মহল এলাকায় একটি আলুর গুদামে আসছিলেন আলু কিনতে কিন্তু হঠাৎ করেই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মাথায় পিস্তল ধরে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। যদিও ছিনতাইকারীদের তিনি চিনতে পারেননি বলে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ