গাজোল, সব্যসাচী মন্ডল:- আমবাগানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে। জানা যাচ্ছে সোমবার গাজোলের কর্কচ অঞ্চলের মল্লাদিঘি গ্রামের একটি আম বাগানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ।অবশেষে ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়। মৃত ব্যক্তির নাম টেপরু মুদি (২৮) বাড়ি হরিরামপুর থানার জোতগৌরী গ্রামে।