উত্তর দিনাজপুর: —দুচাকা যান স্কুটিকে শবদেহ বানিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব শবযাত্রা করে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস। যুব কংগ্রেসের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে সুপার মার্কেটে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। ক্রমাগত পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে যুব কংগ্রেস কর্মীরা। উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহর নেতৃত্বে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশ নেন বহু যুব কংগ্রেস কর্মীরা।
একেতেই করোনার আবহে চরম সমস্যায় রয়েছেন মানুষ। এরমধ্যে দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ডিজেল সহ সমস্ত পেট্রো পণ্য। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারনে প্রতিদিন দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। ফলে নাভিশ্বাস হয়ে উঠেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের। সাধারন মানুষ ব্যাবহার করতে পারছেন না তাদের যানবাহন। বিশেষ করে এরাজ্যের মানুষ করোনা আর আমফানের মতো বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন। উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার শুধু জাতপাতের রাজনীতিই করেছে আর কিছুই করেনি। কংগ্রেস সরকারের তৈরি করা সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। যেভাবে আজ দেশে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি ঘটছে তাতে মানুষের বাঁচাই দায় হয়েছে। এরই প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন।