রায়গঞ্জ,৮ ই জুলাই:–আগাম সিদ্ধান্ত মতোই বুধবার থেকে মোহনবাটি বাজার বন্ধ করে দিল বাজারের ব্যাবসায়ীরা। বাজারের দুই ব্যাবসায়ী করোনায় আক্রান্ত হওয়ার পরেই এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোহনবাটি বাজারের ব্যাবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ শহরের মানুষ। আপাতত পাঁচ দিনের জন্য বাজার বন্ধের সিদ্ধান্ত হলেও প্রয়োজনে মোহনবাটি বাজার লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মোহনবাটি বাজার কমিটি।
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার অন্যতম বৃহত্তম বাজার হল রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার। এই বাজারে পাইকারি ও খুচরো সমস্ত ধরনের সামগ্রী ক্রয় বিক্রয় করতে হাজার হাজার মানুষের সমাগম হয়। এরইমধ্যে বাজারের দুই ব্যাবসায়ীর শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে। এমতাবস্থায় মোহনবাটি বাজার কমিটি সিদ্ধান্ত নিয়েছে আপাতত পাঁচ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার। সেইমতো গতকাল রায়গঞ্জ শহরে মাইকিংয়ের মাধ্যমে বাজার বন্ধের প্রচার করে মোহনবাটি বাজার কমিটি। বুধবার থেকে নিজেরাই উদ্যোগ নিয়ে রায়গঞ্জ মোহনবাটি বাজারে সমস্তরকম সামগ্রীর ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুরো বাজার সীল করে দেওয়া হয়েছে। বাজারে কিছ ক্রেতারা এসে ঘুরে গেলেও তাঁরা বাজারের ব্যাবসায়ীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারন মানুষ মোহনবাটি বাজারের ব্যাবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটির সদস্য তাপস সাহা জানিয়েছেন, আপাতত পাঁচ দিনের জন্য বন্ধ করা হলেও প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।