শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,8 জুলাই, দক্ষিণ দিনাজপুর:- পুনর্ভবা নদীর ধার থেকে এক অজ্ঞাত নামা ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার হোসেনপুর এলাকায় পুনর্ভবা নদীর পাড়ে। এলাকার গ্রামবাসী ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখানে এসে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের অনুমান বাংলাদেশ থেকেও মৃত ভেসে উঠতে পারে ।অন্য রকম ঘটনা ঘটে থাকতে পারে তদন্ত করলে সব বের হয়ে যাবে।
পুলিশ জানিয়েছেন, জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ।পরিচয় জানতে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। তবুও কারণ জানতে মৃতদেহ ময়না তদন্ত পাঠানো হয়েছে। গঙ্গারামপুর থানা ও হোসেনপুর গ্রামের এলাকাবাসীদের কাছ থেকে জানা গিয়েছে যে, বুধবার সকালে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার দিক থেকে পুনর্ভবা নদী দিয়ে ভাসতে-ভাসতে হোসেনপুরে চলে আসে মৃতদেহটি।এলাকার গ্রামবাসীরা ওই এলাকায় পুনর্ভবা নদীর ধারে তার দেহ দেখতে পাই। গ্রামবাসীরা এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খবর দেন। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকেও। পরে সেখানে গ্রামীণ সিভিক ছুটে আসেন। ছুটে আসেন থানার পুলিশ অফিসারেরা।পুলিশ অবশ্য ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে না পারলেও তারা জানিয়েছেন মৃত ব্যক্তির বয়স 60 বছর। পরনে জামা ও লুঙ্গি ছিল। মুখে মাস্ক লাগানো ছিল তার। এলাকার গ্রামবাসী শামসের আলী ,রাসেল চৌধুরি, মাইনুল মিয়ারা জানিয়েছেন,বিষয়টি দেখে প্রথমে মনে হয়েছিল এমন মৃত্যুর অন্য কারণ থাকতে পারে ।পুলিশ তদন্ত করে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। এমন খবর পাবার পরে ঘটনাস্থলে ছুটে আসেন সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান । তিনি জানিয়েছেন খবর পেয়ে সেখানে আসা হয়েছে।আমাদের মনে হয়েছে বাংলাদেশ থেকে মৃতদেহটি ভেসে এসেছে। পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ।শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে মনে হয়েছে প্রাথমিক তদন্তে।নাম পরিচয় জানতে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। তবুও কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্ত পাঠানো হয়েছে। এমন ঘটনার বিষয় দেখতেই এলাকাবাসীরা ব্যাপক ভিড় জমায় সেখানে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।