পিকআপ ভ্যানের ধাক্কায় এক প্রাথমিক স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

0
940

জলপাইগুড়ি,৮ ই জুলাই:—জাতীয় সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক প্রাথমিক স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান সংলগ্ন ৩১ সি নং জাতীয় সড়কে।
খবরের বিবরণে প্রকাশ, বুধবার দুপুরে দ্রুতগতির পিকআপ ভ্যানটি ওই শিশুটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। তারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। বানারহাট থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলেও উত্তেজিত জনতার বিক্ষোভ দেখাতে থাকেন। প্রশমিত করতে ব্যর্থ হয়। পুলিশের সামনেই জনতা বিক্ষোভ দেখাতে থাকে।


ট্রাফিক পুলিশ কর্মীরা ঐ এলাকায় বসে ট্রাফিক নিয়ন্ত্রণ না করে সারাদিন মোবাইলে ব্যস্ত থাকেন বলে অভিযোগ স্থানীয়দের। উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশের একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ধূপগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।
শেষ পাওয়া খবর পর্যন্ত, শিশুটির মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। এবিষয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার অভিশেখ মোদী জানান, এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here