গন্ডগোলের মীমাংসা করতে গিয়ে বিজেপি নেতার হাতে আক্রান্ত হলেন রায়গঞ্জ পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা।

0
712

রায়গঞ্জ:--স্থানীয় যুবকদের সাথে এলাকায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিজেপি নেতার গন্ডগোলের মীমাংসা করতে গিয়ে বিজেপি নেতার হাতে আক্রান্ত হলেন রায়গঞ্জ পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা। বহিরাগত দুস্কৃতীদের নিয়ে এসে অভিজিৎ বাবুর উপর হামলা চালায় বিজেপি নেতা প্রদীপ সরকার। অভিজিৎ বাবুর জামা গেঞ্জি ছিঁড়ে দিয়ে তাঁর গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নেয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বিজেপি নেতার সাথে থাকা বহিরাগত দুস্কৃতীরা পালিয়ে যায়। বুধবার রাতে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত তৃনমূল কাউন্সিলর অভিজিৎ সাহা রায়গঞ্জ থানায় বিজেপি নেতা প্রদীপ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। যদিও বিজেপি নেতা প্রদীপ সরকার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে জেলা বিজেপির সম্পাদক প্রদীপ সরকারের রায়গঞ্জ দেবীনগর এলাকায় বাড়ির পাশে ফাঁকা মাঠে স্থানীয় যুবকেরা সন্ধ্যাবেলা করে ক্যারাম খেলাধুলা করে। সেই এলাকাতেই বিজেপি নেতার প্রাইভেট গাড়ি রাখা নিয়ে ওই যুবকদের সাথে সামান্য বচসা হয়। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিজিৎ সাহার সাথে যোগাযোগ করেন। স্থানীয় বাসিন্দা সীমা ঘোষ জানিয়েছেন পাড়ার ছেলেরা এখানে খেলাধুলা করে ফলে এলাকায় একটা সুস্থ পরিবেশ বজায় থাকে। কিন্তু বিজেপি নেতা প্রদীপ সরকারের এতে আপত্তি। এনিয়েই আমাদের সাথে তাঁর মতবিরোধ ও গন্ডগোল। এই বিষয় নিয়ে  স্থির হয় বিজেপি নেতা প্রদীপ সরকারের বাড়িতে গিয়ে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলা হবে। সেইমতো বুধবার রাতে প্রদীপ বাবুর বাড়িতে তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা যেতেই আগে থেকে বাড়িতে জমায়েত করে থাকা কিছু বহিরাগত দুস্কৃতীদের সাহায্য নিয়ে প্রদীপ বাবু কাউন্সিলরের উপর হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই দুস্কৃতীরা অভিজিৎ বাবুর উপর হামলা চালিয়ে এলাকা ছেড়ে দেয়। এই ঘটনা নিয়ে দেবীনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা বিজেপি নেতা প্রদীপ সরকারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রদীপ বাবুর পাল্টা দাবি তাঁর বাড়িতেই তৃনমূল আশ্রিত অভিজিৎ সাহার নেতৃত্বে হামলা  চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here