জলপাইগুড়ি:–বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে নতুন করে তিনজনের করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। পুর এলাকার 24নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকায় একজন মহিলা আইনজীবী এবং 18নং ওয়ার্ডের একটি বহুতলে একজন ব্যাংক ম্যানেজার এবং তার স্ত্রী করোনায় সংক্রমিত হয়েছেন। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জীর নেতৃত্বে এদিন করোনা আক্রান্তদের দুটি এলাকা স্যানিটাইজ করা হয়। এ প্রসঙ্গে সৈকত চ্যাটার্জী জানান, 24 এবং 18 নং ওয়ার্ডের করোনা আক্রান্তদের বাড়ি এবং সংলগ্ন এলাকা জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ করা হল। তবে রাজ্য সরকারের নতুন নির্দেশ অনুসারে এখন আর কন্টেনমেন্ট জোনে বাফার জোন বলে কিছু থাকছে না, বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যে কন্টেনমেন্ট জোনে টোটাল লকডাউন শুরু হচ্ছে। তাই বিকেলে এসডিওর সাথে তারা বৈঠকের পরই ঠিক করবেন কোথায় কতটা কন্টেনমেন্ট জোন হবে। 18 নম্বর ওয়ার্ডের বেগুনটারি এলাকার ওই অ্যাপার্টমেন্টেই থাকেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ডাক্তার অলোকা মুখার্জি। তিনি জানান কনটেনমেইন্ট জোন হওয়ার ফলে অসুবিধা তো হবেই। কেননা রোগী দেখা থেকে শুরু করে বিভিন্ন ডিউটি করতে হয় তার। তিনি অভিযোগ করেন, তার অ্যাপার্টমেন্টে এরকম রোগী রয়েছেন, অথচ তাকে এ বিষয়ে ওই রোগির পরিবার থেকে কিছু জানানো হয়নি। বিষয়টি লুকিয়ে গেছেন। তিনি আগে যদি জানতে পারতেন, তাহলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারতেন বলেও জানান ডাক্তার অলোকা মুখার্জি।