কোচবিহার: লকডাউন ও করোনা আবহে মধ্যে ৩মাস পর বৃহস্পতিবার খুলে গেল কোচবিহারের কুল দেবতা মদনমোহন দেবের মন্দির মদনমোহন বাড়ি ।এদিন সকালে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ন এর উপস্থিতিতে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দির ।ভক্তদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । 15 জনের বেশি ভক্ত একবারে মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না । মন্দিরে প্রবেশ করার আগে ভক্তদের মন্দিরের গেটের থার্মাল স্ক্যানিং করিয়ে মন্দিরে প্রবেশ করবেন । থার্মাল স্ক্রিনিংয়ের পর রেজিস্টার এ তাদের নাম নথিভুক্ত করা হবে । এরপর সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে 15 জন করে মন্দিরে প্রবেশ করবেন । মন্দিরে প্রবেশের পর মন্দিরের বারান্দায় প্রবেশ নিষেধ রয়েছে ভক্তদের জন্য। বারান্দা একটি খাল রয়েছে সে খালের মধ্যে তাদের ভোগ দেবেন ভক্তরা।পূজা হওয়ার পর সেই ভোগ নিয়ে পুনরায় তারা বেরিয়ে গেলে আরো 15 জনকে প্রবেশ করানো হবে। এনিয়ে মন্দির কর্তৃপক্ষ পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মন্দির চত্বরে। তবে বর্তমানে অঞ্জলি ও আশীর্বাদ বন্ধ থাকছে। তিন মাস পর মন্দির খোলায় খুশি ভক্তরা। ভক্তরা চাইছেন যাতে দ্রুত করো না মুক্ত হোক দেশ।
Home বাংলা উত্তর বাংলা ৩মাস পর বৃহস্পতিবার খুলে গেল কোচবিহারের কুল দেবতা মদনমোহন দেবের মন্দির মদনমোহন...