প্রায় দু’লক্ষ টাকা নিয়ে চাকরি দেবার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠেছে তপন থানার চক বৃন্দাবন এলাকার এক যুবকের নামে থানায় অভিযোগ, তদন্ত শুরু করেছে পুলিশ।

0
4002

শীতল চক্রবর্তী তপন 10 জুলাই দক্ষিণ দিনাজপুর:-বছর দুয়েক আগে চাকরি দেবার নাম করে এক গৃহবধূর কাছ থেকে প্রায় দু’লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চকবৃন্দাবন এলাকায় । তপন থানার চক বৃন্দাবন এলাকার গৃহবধূ এলাকারই প্রতিবেশী ইরফান মন্ডলের নামে লিখিত অভিযোগ জানিয়ে তা পাঠিয়েছে থানায়। অভিযুক্ত যুবকের সঙ্গে কথা বলতে টেলিফোনে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি তাঁকে ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । শোরগোল পড়েছে এলাকা জুড়ে। তপন থানার বৃন্দাবন এলাকার গৃহবধূ দিলরুবা খাতুন এর অভিযোগ 2018 সালে এলাকার প্রতিবেশী আবসাদ মন্ডলের ছেলে ইরফান মন্ডল তিলন হাইস্কুলের কম্পিউটার শিক্ষক হিসেবে চাকরি পাইয়ে দেবেন বলে নগদ এক লক্ষ 90 হাজার টাকা তার কাছ থেকে নিয়ে নেয় বলে দাবি তার । কিন্তু দীর্ঘ সময় পরেও ইরফান মন্ডল তাকে যেমন চাকুরী করে দেননি, তেমনি তার টাকা ফেরত দেননি বলে অভিযোগ তাঁর । সেই টাকা ফেরত চাইতে গেলে খারাপ ভাষায় কথা বলতে থাকেন, হুমকি দেন দেখে নেবার বলে দাবি তার । এমনকি গ্রামে সালিশি সভা করে লেখা পড়া পর্যন্ত করা হয় বলে অভিযোগ তাঁর। সে সময় পার হবার পরেও ইরফান মন্ডল তাকে টাকা ফেরত দেয়নি।এরপর এই টাকা ফেরতের দাবিতে ইরফান মন্ডল যে তার সঙ্গে প্রতারণা করেছে সে বিষয়ে লিখিতভাবে তপন থানায় অভিযোগ পাঠিয়েছেন। এ বিষয়ে প্রতারিত গৃহবধূ দিলরুবা খাতুন অভিযোগ করে বলেন চাকরি দেবার নাম করে প্রায় দু’লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেছে আমার সঙ্গে অভিযুক্ত। তার কঠোর শাস্তির দাবি জানিয়ে অভিযোগ জানিয়েছি। এদিন প্রতারণার অভিযোগ ওঠা ইরফান মন্ডলের টেলিফোনে একাধিকবার ফোন করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। চাকরি দেওয়ার নামে এমন অভিযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here