গাজোল, সব্যসাচী মন্ডল:- ব্লক দপ্তরের এক কর্মীর করোনা সংক্রমিত খবর পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরো ব্লক জুড়ে। ঘটনাটি মালদা গাজোল ব্লকের। ব্লক দপ্তরের এক কর্মী করোনা আক্রান্ত। চিকিৎসাধীন বালুরঘাট হাসপাতাল।কিন্তু দপ্তরের কর্মীর সংক্রমনের খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট আতঙ্কিত দফতরের কর্মীরা। এই খবর ছড়িয়ে পড়তেই শুনশান ব্লক চত্বর। প্রতিদিনই যে হারে সাধারন মানুষ ব্লক দপ্তরে আসেন তা প্রায়ই বন্ধ বলা যেতে পারে। তবে নতুন করে নির্দেশিকা জারি হতে পারে এমনটাই ইঙ্গিত দিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া নাও হতে পারে ব্লক দপ্তরে। মাক্স ছাড়া আগত সাধারণের জন্য বন্ধ হতে পারে ব্লক দপ্তরের দার। সূত্র মারফত জানা যাচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজেই করনা সংক্রমিত রোগীর প্রাইমারি কন্টাক্ট এ ছিলেন। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ব্লক দপ্তরের অন্যান্য কর্মীরা
Home বাংলা উত্তর বাংলা গাজোল ব্লক দপ্তরের এক কর্মীর করোনা সংক্রমিত খবর পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল...