কোচবিহার : তুফানগঞ্জ ১ নং ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বড়ই তলা বাজারে এক গালামাল দোকানে গতকাল গোভির রাতে অস্বাভাবিক চুরি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শনিবার সকালে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। দোকান থেকে প্রায় ৯০ হাজার টাকা নগদ সহ জিনিসপত্র চুরি হয়েছে! ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ!
স্থানীয় সূত্রে খবর, দোকানের মালিক মাধব শিল শর্মা ও সঞ্জিত শিল শর্মা দুই ভাই প্রতিদিনের মত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় । শনিবার সকালে বাজারে এসে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সব জিনিসপত্র ছরিয়ে ছিটিয়ে রয়েছে |তারপর দুই ভাইয়ের মনে সন্দেহ তৈরী হতেই ভালো করে দেখেন দোকানের পিছনের দেয়াল ভেঙ্গে দোকানের ভেতরে ঢুকে চুরি গিয়েছে সমস্ত জিনিস পত্র । ক্যাশ বাক্সে থেকে নগত ৪৫ হাজার টাকা ও একটি বস্তায় প্রায় খুচরো ৩০ হাজার নগদ টাকা চুরি গিয়েছে ।খবর দেওয়া হয় তুফানগঞ্জ তুফানগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।