রায়গঞ্জ শহর পুর এলাকায় ৭ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

0
1111

রায়গঞ্জ:– রায়গঞ্জ শহর পুর এলাকায় ৭ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এনিয়ে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে দাড়ালো ৩৬৪।এদিন নতুন করে আরও ১৩ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।এবারে রায়গঞ্জ বিডিও অফিসের দুই কর্মীর দেহেও মিলেছে করোনা ভাইরাস। তাদের দু’জনকেই এদিন রায়গঞ্জে করোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও রায়গঞ্জ পৌরসভা এলাকার ৭ জনের দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস।এদের প্রত্যেককে এদিনই কর্ণজোড়া এলাকায় অবস্থিত করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, বিডিও অফিস চত্ত্বরে থাকা ১০০ দিনের প্রকল্পের দপ্তরের এক কর্মী এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির এক কর্মীর দেহে মিলেছে করোনাভাইরাস।

এই খবর ছড়িয়ে পড়তেই ওই দুই কর্মীর সংস্পর্শে আসা প্রত্যেককে হোম কোয়ারান্টিনে যাওয়ার নির্দেশ দিয়েছেন রায়গঞ্জের বিডিও রাজু লামা। পাশাপাশি পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে কর্মীদের লালা রস পরীক্ষা করার জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে সবচেয়ে আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ শহরের পুর এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায়। রায়গঞ্জ পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এক দম্পতি আক্রান্ত হয়েছেন। ২০ নম্বর ওয়ার্ডে ২ জন এবং ৭ নম্বর ওয়ার্ডে ১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here