জলপাইগুড়ি:–ISC পরীক্ষায় গৌরব অর্জন জলপাইগুড়ির ছেলের। উত্তরবঙ্গের সেরা হয়েছে জলপাইগুড়ি শিরীষ তলা এলাকার ছাত্র বর্ষদীপ দেব। সারা ভারতে পঞ্চম স্থান অধিকার করেছে সে। জলপাইগুড়ি হোলি চাইলড বিদ্যালয়ের ছাত্র বর্ষদীপ এবার Isc পরীক্ষায় 98.75 নম্বর পেয়েছে। তার মোট নম্বর 400তে 395। তার বিভিন্ন বিষয়ে নম্বর গুলো এমন, অঙ্কে 99, ফিজিক্সে 100, ইঙরেজিতে 97, বায়োলজিতে 99, কেমিস্ট্রিতে 92। বর্ষদীপের রেজাল্টে খুশি পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ভবিষ্যতে বৈঞানিক হতে চায় বর্ষদীপ । পড়াশোনার সাথে সাথে ফুটবল খেলা তার মূল হবি।বাবা সত্যজিৎ দেব সোনাউললা বিদ্যালয়ের প্রধান দপ্তরী । বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে যথেষ্ঠ পড়ার বিষয়ে সাহায্য করেছেন বলে মেধাবী বর্ষদীপ জানায়।