উত্তর দিনাজপুর জেলার মান বাঁচালেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র সুনৃত সিংহ।তার প্রাপ্ত নম্বর ৬৮৭।

0
1019

উত্তর দিনাজপুর জেলার মান বাঁচালেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র সুনৃত সিংহ।তার প্রাপ্ত নম্বর ৬৮৭।ছেলের সাফল্যে খুশী ছাত্রের বাবা মা।

উত্তর দিনাজপুর:--দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার মধ্য শিক্ষা পর্ষদ ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। কোভিড ১৯ অতিমারির জেরে এবার নির্ধারিত সময়ের থেকে অনেক দেরী করে ফলাফল প্রকাশ পেয়েছে। পরীক্ষা শেষের ১৩৯ দিন পর ফলাফল প্রকাশ পেল এদিন।মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত মেধা তালিকা সূত্রে জানা গেছে, মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সূনৃত সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। ষষ্ঠ স্থান অধিকার করেছে ১২ জন। মেধা তালিকায় ৮৪জন পড়ুয়া স্থান পেয়েছেন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে।মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত মেধা তালিকা সূত্রে জানা গেছে, মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সূনৃত সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭। ষষ্ঠ স্থান অধিকার করেছে মোট ১২ জন। মেধা তালিকায় ৮৪জন পড়ুয়া স্থান পেয়েছেন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে।এই সাফল্যের পুরো কৃতিত্ব মা পুস্প সিংহ রায়।ছেলের সাফল্যে গর্বিত বাবা মা।মা পুস্প দেবী জানিয়েছেন,ছোট বেলা থেকে সুনৃত নিজের দায়িত্ব পড়াশুনা করত।প্রতিদিনের ট্যাস্ক প্রতিদিন করে রাখত।তার পড়াশুনার জন্য খুব বেশী চাঁপ দিতে হত না। ছেলে ভাল ফল করবে এটা আগে থেকেই ভেবেছিলেন।ছেলের সাফল্যে খুশী হয়েছেন।সুনৃত আগামীতে ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশুনা করতে চান।জেলায় একমাত্র কৃতিছাত্র সুনৃত রায়গঞ্জ পৌরসভার বীরনগরের বাসিন্দা।খবর পেয়েই তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে হাজির হন পৌরপতি সন্দীপ বিশ্বাস।তার হাতে পুস্পস্তবক এবং মিষ্টি তুলে দেন।জেলায় একমাত্র ছাত্র তার ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় গর্বিত পৌরপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here