কোচবিহার:–কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র মাধ্যমিক রাজ্যে ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে । কোচবিহার বাবুরহাট এলাকায় বাড়ি ।বাবা মনোজ দত্ত পেশায় এক্স বিএসএফ ।মা মাধবী দত্ত হাউস ওয়াইফ। এক দিদি আছে । দিনে ৬থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতেন । ভবিষ্যতে সাইন্স নিয়ে পড়তে চায় । পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা ভালোবাসতো ।
রীতম বর্মন রাজ্যে সাম্ভাব্য সপ্তম।রীতম দিনহাটা গোপাল নগর এমএসএস হাইস্কুলের ছাত্র। রীতমের প্রাপ্ত নম্বর ৬৮৬( বাংলা- ৯৯,ইংরেজি- ৯৯,অংক- ১০০,ভৌতবিজ্ঞান -৯৯,জীবন বিজ্ঞান – ৯৬, ইতিহাস-৯৬,ভূগোল-৯৭)। বাবা দিলীপ চন্দ্র বর্মন জরাবাড়ি হাইস্কুলের পার্শ্বশিক্ষক,মা কৃষ্ণা বর্মন কার্জী একজন স্বাস্থ্য কর্মী।রীতম একজন হার্টের চিকিৎসক হতে চায়। তার সাফল্য স্কুল শিক্ষক সহ দিনহাটা মদনমোহন পাড়া বাইপাস লেন ৩ নং ওয়ার্ডের বাসিন্দারাও খুশি।
কোচবিহার ইন্দিরাদেবি বালিকা বিদ্যালয় ছাত্রী সম্প্রীতি রায় মাধ্যমিক ৬৮৩ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে । কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি বাসিন্দা । বাবা নির্মাল্য রায় ব্যবসায়ী মা কনিকা রায় হাউস ওয়াইফ । 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করত । পড়াশোনার পাশাপাশি ক্রিকেট দেখতে পছন্দ করে । আগামীতে সাইন্স নিয়ে পড়ে শিক্ষিকা হতে চায় ।